Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়েট থেকে ভিসি নিয়োগ ও বেতন ভাতার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৫ ১৭:০৩

কর্মচারী সমিতির উদ্যোগে মানববন্ধন

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে দ্রুত ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও দাফতারিক কার্যক্রম শুরু এবং বেতন ভাতার দাবিতে কুয়েট কর্মচারী সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ জুলাই) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ‘দূর্বার বাংলা’ পাদদেশে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন কর্মচারী সমিতির সভাপতি এরশাদ আলী।

সমিতির সাধারণ সম্পাদক মো. হাসিব সরদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন কর্মচারী সমিতির সাবেক সাধারণ জালাল মুন্সি, সাবেক সভাপতি মো. ইমদাদ মোড়ল, সাংগঠনিক সম্পাদক মো. সম্রাট কাজী, সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার খান, সহ-সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি আসাদ মোড়ল, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবীব ও সভাপতি মো. রোকনুজ্জামান প্রমুখ।

বিজ্ঞাপন

মানববন্ধন বক্তারা কুয়েটের এই দুর্ভিক্ষ থেকে পরিত্রাণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং ইউজিসিকে দ্রুত সমস্যার সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান।

সমিতির নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘আগামী এক সপ্তাহের মধ্যে আমাদের দাবি পূরণ না হলে রাজপথে আন্দোলনসহ কর্মবিরতি পালনের কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।’

সারাবাংলা/এইচআই

কুয়েট খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ভিসি নিয়োগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর