Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাহাড়ি ঝিরিপথে পানির স্রোতে তলিয়ে যাওয়া ২ শিক্ষার্থীর লাশ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৫ ১৮:০৫

পাহাড়ি ঝিরিপথে পানির স্রোতে তলিয়ে যাওয়া দুই শিক্ষার্থী আমিনুল ইসলাম ও ইব্রাহিম হৃদয়। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় পাহাড়ি ঝিরিপথে (ট্রেইলে) বেড়াতে গিয়ে পানির স্রোতে তলিয়ে নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার হয়েছে। এ ছাড়া, তাদের সঙ্গে বেড়াতে গিয়ে পথ হারিয়ে বিপর্যস্ত আরও তিনজনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার মেলখুম ঝিরিপথ থেকে তাদের উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

মৃত দুই শিক্ষার্থী হলেন- আমিনুল ইসলাম (২০) ও ইব্রাহিম হৃদয় (২২)। এদের মধ্যে আমিনুলের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের নাপিতের চর গ্রামে এবং ইব্রাহিমের বাড়ি ঢাকার যাত্রাবাড়ীর ধুনিয়ালাপাড়া এলাকায়। তারা ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এদিকে ঝিরিপথের পাহাড় থেকে বিপর্যস্ত ও আহত অবস্থায় মো. সায়েম, রায়হান ও মিরাজ নামের তিনজনকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে পাঁচজন ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মীরসরাইয়ে বেড়াতে যান। টানা বৃষ্টিপাতের মধ্যে দুপুরের দিকে মেলখুম ঝিরিপথে হাঁটার সময় আমিনুল ও ইব্রাহিম পানির স্রোতে তলিয়ে যান। বন্ধুরা তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি।

এর মধ্যে সন্ধ্যা নামে। অন্ধকারে পাহাড়ি ঝিরিপথে তিন বন্ধু পথ হারিয়ে ফেলেন। সেই পাহাড়ের জঙ্গলেই তারা রাত কাটান। বুধবার সকালে তাদের কয়েকজন বন্ধু মীরসরাই ফায়ার সার্ভিস ও পুলিশকে পাঁচজন নিখোঁজের বিষয়টি জানান।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আবদুল হালিম সারাবাংলাকে বলেন, ‘সকাল সাড়ে ১১টার দিকে ফায়ার সার্ভিসের টিম মেলখুম ট্রেইল এলাকায় গিয়ে আহত অবস্থায় তিনজনকে পান। পরে তাদের দেওয়া তথ্যে দুপুরে দু’জনের লাশ উদ্ধার করা হয়।’

সারাবাংলা/আরডি/পিটিএম

২ শিক্ষার্থী পানির স্রোত পাহাড়ি ঝিরিপথ লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর