ঢাকা: জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। সম্প্রতি ফাঁস হওয়া এমন একটি ফোনকলের অডিও যাচাই শেষে প্রকাশ্যে আনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। তবে এই কল রেকর্ড বিবিসি উদ্ধার করেনি বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
বুধবার (৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এই দাবি করেন তিনি।
পোস্টে তাজুল ইসলাম লিখেছেন, ‘মন্তব্য নিষ্প্রয়োজন। নিজের চোখেই দেখে নিন। তবে এই কল রেকর্ডটি বিবিসি উদ্ধার করেনি, করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকারী কর্মকর্তা। এটা ট্রেলার মাত্র। অনেক কিছু এখনো বাকি। অপেক্ষায় থাকুন।’
এদিকে, শেখ হাসিনার কল রেকর্ডটি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) করা বলে জানিয়েছে বিবিসি। তবে রেকর্ডিংটি কে ফাঁস করেছেন তা স্পষ্ট নয়। রেকর্ডিংটি অডিও ফরেনসিক বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ‘ইয়ারশট’-এর কাছে পাঠায় এই ব্রিটিশ গণমাধ্যম। রেকর্ডিংটি সম্পাদনা বা বিকৃত করার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলেও জানায় প্রতিষ্ঠানটি।