আমি কিছুই জানি না: ঢাবি প্রক্টর
২ জুলাই ২০১৮ ১৩:২১
।। ঢাবি করসেপন্ডেন্ট ।।
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কোটা সংস্কারের দাবিতে জড়ো হওয়া শিক্ষার্থীদেরকে ছাত্রলীগের মারধর ও নারীদের ওপর নিপীড়নের ঘটনার বিষয়ে কিছুই জানেন না ঢাবি প্রক্টর। সোমবার (২ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেন, ‘আমি এসব বিষয়ে কিছুই জানি না।’
ক্যাম্পাসে শিক্ষার্থীদের মারধর করা হচ্ছে, এ বিষয়ে আপনারা কি করছেন এমন প্রশ্নে প্রক্টর বলেন, ‘কেউ আমার কাছে কোনো অভিযোগ জানায়নি। অভিযোগ জানালে আমরা ব্যবস্থা নেবো।’
বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা রক্ষায় প্রক্টরিয়াল টিম রয়েছে, তাদের মাধ্যমে কোনোকিছু জানতে পেরেছেন কিনা, সাংবাদিকদের প্রশ্নে প্রক্টর এবারও ‘না’ বলেন। তিনি বলেন, ‘প্রক্টরিয়াল টিমও আমাকে কিছু জানাতে পারেনি।’
গতকাল ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মীর লোকমান ছাত্রলীগের মারধরের শিকার হয়েছেন। এ নিয়ে তিনি লিখিত অভিযোগও করেছেন জানালে প্রক্টর বলেন, ‘সে বিষয়ে আমরা প্রথমে খতিয়ে দেখবো, তিনি এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী কিনা। পর তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
আরও পড়ুন: ঢাবিতে আন্দোলনকারীদের ওপর চড়াও ছাত্রলীগ, কর্মসূচি পণ্ড
সারাবাংলা/কেকে/এমও