Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমিরের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৫ ১৯:১২

আমিরের নেতৃত্বে চীন সফরে যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পর এবার চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। প্রতিনিধি দলে নেতৃত্ব দিচ্ছেন দলের আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লিউ ইউইনের আমন্ত্রণে জামায়াত নেতারা চীনা দূতাবাসে আয়োজিত প্রি-রিসেপশন প্রোগ্রামে অংশ নেন। প্রতিনিধিদলে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম ও এহসান মাহবুব জুবায়েরসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

জামায়াতে ইসলামীর চীন সফর নিয়ে জানতে চাইলে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, ‘চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি)র আমন্ত্রণে জামায়াতে ইসলামী চীন সফরে যাচ্ছে।’

বিজ্ঞাপন

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদলও চীন সফর করে।

সারাবাংলা/একে/পিটিএম

চীন সফর জামায়াতে ইসলামী টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর