Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির উদ্যোগ

সিনিয়র করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৫ ১৯:১৪

ঢাকা: বাংলাদেশে ব্যবসায়িক কর্মকান্ড পরিচালনা করছে যেসব বিদেশী বা বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে, সেগুলোকে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে দ্রুত পুঁজিবাজারে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পুঁজিবাজারে ভাল শেয়ারের যোগান বাড়ানোর অংশ হিসেবে সরকার দ্রুততম সময়ের মধ্যে এই উদ্যোগের বাস্তবায়ন চাচ্ছে।

বুধবার (০৯ জুলাই) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিএসইসি জানায়, পুঁজিবাজারের উন্নয়নে প্রধান উপদেষ্টার নির্দেশনা বাস্তবায়নে সম্প্রতি (৭ জুলাই) শিল্প মন্ত্রণালয়ে শিল্প উপদেষ্টার সঙ্গে বিএসইসি’র এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দেশের যেসব বিদেশী বা বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে সেগুলোকে সরাসরি তালিকাভুক্তির মাধ্যমে দ্রুত পুঁজিবাজারে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার সভাপত্বিত্বে গত ১১ মে তার সরকারি বাসভবন যমুনায় পুঁজিবাজারের সঠিক অবস্থা পর্যালোচনা এবং উন্নয়নে করণীয় নিয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে দেশের যেসব বিদেশী বা বহুজাতিক কোম্পানিতে সরকারের মালিকানা রয়েছে সেগুলোকে দ্রুত শেয়ারবাজারে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক ইতোমধ্যে পুঁজিবাজারের উন্নয়নের জন্য বিএসইসি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে এবং নির্দেশনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় করে কার্যক্রম শুরু করেছে।

সারাবাংলা/একে/আরএস

পুঁজিবাজার বিএসইসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর