Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নানা আয়োজনে বান্দরবানে আষাঢ়ী পূর্ণিমা উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৫ ২০:০৯

বান্দরবানে আষাঢ়ী পূর্ণিমা উদযাপন

বান্দরবান: বৌদ্ধ ধ‌র্মের প্রবর্তক মহামানব গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহানির্বাণ এই তিন স্মৃতি বিজরিত আষাঢ়ী পূর্ণিমা পালন করছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষ্যে বুধবার (৯ জুলাই) শত শত ভক্তের পদচারণায় মুখরিত হয়ে ওঠে বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারগুলো।

সকাল থেকে রাজগুরু মহা বৌদ্ধ বিহার, সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার, বালাঘাটা বৌদ্ধ বিহার, উজানী পাড়া বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে শুরু হয় প্রার্থনা, চীবরদান, গুরু ভক্তি, ছোয়াইং দান (বৌদ্ধ ভিক্ষু খাবার দান)। বিকেলে বুদ্ধ মূর্তি স্মান, সমবেত প্রার্থনা, হাজার প্রদীপ প্রজ্বলনসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

বিজ্ঞাপন

এ সময় ধর্মীয় দেশনা ও শীল প্রদান করেন রাজগুরু মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ. কেতু মহাথের, উজানীপাড়া মহা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত ড. সুবন্নালংকারা মহাথের।

এদিকে, আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষ্যে তিন মাস বর্ষাবাস পালন করবে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এ সময় সংযম পালনের মধ্য দিয়ে ন্যায়, সৎ পথে চলা, বুদ্ধের জীবনানুসারণ ও পরোপকারে তিন মাস অতিক্রম করবে প্রতিটি বৌদ্ধ ধর্মাবলম্বী পরিবার।

অনুষ্ঠানে উপস্থিত থেকে শীল গ্রহণ করেন বোমাং রাজা উচ প্রু, রাজপুত্র চহ্লা প্রু জিমি, রাজপুত্র সাচিং প্রু জেরি সহ বিহারের দায়ক-দায়িকা ও উপাসক-উপাসিকারা।

সারাবাংলা/এইচআই

আষাঢ়ী পূর্ণিমা বান্দরবান বৌদ্ধ ধর্মাবলম্বী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর