পাবনা: পাবনার সুজানগর উপজেলায় বিএনপি’র দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উপজেলা বিএনপির সদস্যসচিব গুলিবিদ্ধসহ গুরুতর আহত হয়েছেন ৬ জন। এ ছাড়া আরও ১০-১৫ জন আহত হয়েছেন।
বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলার পৌর বাজারে ঘটেছে।
আহতরা হলেন— উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ (৪৫), ইয়াকুব হোসেন (৩৩), তুষার (৪০), সুজন (৪৫), আসলাম (৪৫) এবং মনজেল (৪৫)।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সুজানগর উপজেলা বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ এবং অপর গ্রুপের নেতা শাহজাহান শেখের মধ্যে রাজনৈতিক ও সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে তীব্র উত্তেজনা চলছিল। আজ সকালে এই দ্বন্দ্ব সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষের মধ্যে ব্যাপক ধাওয়া-পালটা ধাওয়ার পাশাপাশি এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’