Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ প্রধান উপদেষ্টার

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৫ ২০:২৭ | আপডেট: ৯ জুলাই ২০২৫ ২০:৩৯

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ জুলাই) রাত ৮টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি জানাতে ডাকা এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এ সময় প্রেস সচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা আইনশৃঙ্খলা বাহিনীকে আগামী মাসগুলোতে কঠোর হতে বলেছেন।’ তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর আট লাখ সদস্য নিয়োজিত থাকবে।

শফিকুল আলম আরও জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যকে আগামী ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে।

বিজ্ঞাপন

নির্বাচনের সময় ১৮-৩২ বছর বয়সী ভোটারদের আলাদা বুথ রাখা যায় কি না সে বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলেও জানান তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে।’

সারাবাংলা/এনএল/পিটিএম

ডিসেম্বর নির্দেশ নির্বাচন প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর