Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরান ঢাকায় যুবককে পিটিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৫ ২০:৫৫

ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের পাশে সোহাগ নামে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (৯ জুলাই) বিকেলে মিটফোর্ড হাসপাতালে তিন নম্বর গেটের সামনে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।

নিহত সোহাগ কেরানীগঞ্জ এলাকায় থাকতেন। তিনি পেশায় ভাঙ্গারি ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অ্যালুমিনিয়াম তারের ব্যবসার ভাগবাটোয়ারাকে কেন্দ্র করে এই হত্যার ঘটনা ঘটেছে। নিহত সোহাগ আওয়ামী লীগের আমলেও এই অ্যালুমিনিয়ামের চোরাই তারের বেচা-কেনার সঙ্গে জড়িত ছিল।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সংবাদের পরিপ্রেক্ষিতে মিটফোর্ড হাসপাতালে তিন নম্বর গেট সংলগ্ন রাস্তা থেকে সোহাগের মৃতদেহ উদ্ধার করা হয়।’

বিজ্ঞাপন

ওসি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে তার মাথায় পাথর দিয়ে আঘাত ও পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এইচআই

খুন পিটিয়ে হত্যা পুরান ঢাকা যুবককে পিটিয়ে হত্যা হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর