Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসির নীতিগত সিদ্ধান্ত
‘শাপলা’ প্রতীক পাচ্ছে না কোনো দলই

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৫ ২১:০০

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’ ও ‘নাগরিক ঐক্য’- এই দুটি দলের কোনোটিকেই নির্বাচনি প্রতীক হিসেবে ‘শাপলা’ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার (৯ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে জানান, নির্বাচন পরিচালনা বিধিমালাতে শাপলাকে তফসিলভুক্ত না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

নির্বাচন কমিশনার বলেন, ‘নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় শাপলা রাখা হচ্ছে না। এ বিষয়ে আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘সংবিধানে জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার কথা বলা হয়েছে। এ দুটোর মর্যাদা অক্ষুন্ন রাখার জন্য আইন করা হয়েছে, একটা বিধিমালা করা হয়েছে। কোনো ব্যাপারে জাতীয় ফুল, জাতীয় পাখির ব্যাপারে সুনির্দিষ্ট নেই।’

বিজ্ঞাপন

সম্প্রতি নাগরিক ঐক্য দলীয় প্রতীক হিসেবে কেটলির পরিবর্তে শাপলা দাবি করেছে। একইসঙ্গে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে শাপলা চেয়ে নিবন্ধন আবেদন করে। সেই থেকে শুরু শাপলা জাতীয় প্রতীক হওয়ায় দলের জন্য নির্বাচনি প্রতীক হিসেবে তা বরাদ্দ নিয়ে বিতর্কের। আজ সেই বিতর্কের সমাধান দিল ইসি।

জানা গেছে, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার সংসদ নির্বাচনের জন্য আগের ৬৯টি প্রতীক থেকে বাড়িয়ে অন্তত ১১৫টি প্রতীক দল ও স্বতন্ত্র প্রার্থীর জন্য বরাদ্দ করতে যাচ্ছে। এ লক্ষ্যে, নির্বাচন পরিচালনা বিধিমালায় প্রতীক তালিকার তফসিল সংশোধন করে ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে তা পাঠানো হবে শিগগির।

সারাবাংলা/এনএল/পিটিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর