Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিবিয়া থেকে আরও ১৬২ বাংলাদেশি দেশে ফিরেছেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৫ ২১:২৪

১৬২ বাংলাদেশি দেশে ফিরেছেন। ছবি: সংগৃহীত

ঢাকা: লিবিয়ায় দালাল ও মাফিয়া চক্রের ফাঁদে পড়া ১৬২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে তাদের বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়।

ঢাকায় অবতরণের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কর্মকর্তারা ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন।

ভুক্তভোগীরা জানান, তারা কর্মসংস্থানের জন্য লিবিয়া গিয়েছিলেন। কিন্তু সেখানে কাজ না মেলায় দালালরা ইউরোপে পাঠানোর প্রলোভন দেখায়। পরে তাদের দেশটির বিভিন্ন জায়গায় আটকে রেখে নির্যাতন করা হয়।

বিজ্ঞাপন

তারা আরও অভিযোগ করেন, আটকে রেখে তাদের স্বজনদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয় দালালরা। বাংলাদেশি দালালরা স্থানীয়দের সঙ্গে যোগসাজস করে নির্যাতন চালাতো বলেও অভিযোগ করেন তারা।

সারাবাংলা/একে/এইচআই

আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশ দূতাবাস লিবিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর