Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিয়াল ‘মারার ফাঁদে’ পড়ে প্রাণ গেল গৃহবধূর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৫ ২১:৪৯ | আপডেট: ৯ জুলাই ২০২৫ ২১:৫৩

মরদেহ। প্রতীকী ছবি

সাতক্ষীরা: জেলার শ্যামনগরে শিয়াল মারার জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে তৈরি ফাঁদে পড়ে রূপবান বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (৯ জুলাই) বাড়ির পাশের ‘সুন্দরবন প্রজেক্ট’ নামের মুরগির খামার থেকে পরিবারের সদস্যরা তার মৃতদেহ উদ্ধার করে। রূপবান বেগম শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের সোনাখালী গ্রামের জহুর আলী মোল্লার স্ত্রী।

গৃহবধুর ছেলে আব্দুর সবুরের ভাষ্য, সকালে তার মা ছাগলের জন্য ঘাস কাটতে গিয়েছিল সুন্দরবন প্রজেক্টের মধ্যে। আগের দিন প্রজেক্টের ম্যানেজার মাকসুদ সেখানে বেড়ে ওঠা ঘাস কেটে নেওয়ার জন্য তার মাকে পরামর্শ দিয়েছিল।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, দুপুর গড়াতে গেলেও তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে প্রতিবেশিসহ আশপাশে বাড়িগুলোতে খোঁজা হয়। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার মা ফিরছিল ছিল না। এক পর্যায়ে আব্দুর রহমানসহ স্থানীয় গ্রামবাসী জানায়, প্রজেক্টর মধ্যে বিদ্যুতের সংযোগ দেওয়া তারে তার মায়ের মৃতদেহ আটকে আছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্ল জানান, গৃহবধূর মরদেহ পুলিশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দোষীদের গ্রেফতারে পুলিশ অভিযানে নেমেছে।

সারাবাংলা/পিটিএম

গৃহবধূ প্রাণ গেল শিয়াল মারার ফাঁদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর