Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাসচাপায় প্রাণ গেল শিক্ষার্থীর, মিরপুরে রাস্তা অবরোধ


২ জুলাই ২০১৮ ১৪:৩৭ | আপডেট: ২ জুলাই ২০১৮ ১৮:৩৭

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: রাজধানীর মিরপুরে দিশারী পরিবহনের চাপায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মারা গেছেন। ঘটনার প্রতিবাদে মিরপুর ২ নম্বর সেকশন এলাকায় সনি সিনেমা হলের সামনের রাস্তা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।

সোমবার (২ জুলাই) সকাল ৯ টার দিকে চিড়িয়াখানা রোড এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম মাসুদ রানা (২৫)। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির বিবিএ শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

শাহআলী থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রশিদ জানান, সকালে মাসুদ রিক্সায় চেপে চিড়িয়াখানা রোড দিয়ে যাওয়ার সময় দিশারী পরিবহনের বাসটি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাসুদ রানার বাবার নাম সৈয়দ জাহাঙ্গির আলম। শাহআলী থানার দক্ষিন বিশিলের ৬/২নম্বর রোডের একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতেন মাসুদ।

এদিকে মাসুদের মৃত্যুর  প্রতিবাদে সনি সিনেমা হলের সামনের রাস্তা অবরোধ করেন মাসুদের সহপাঠিরা। কয়েক ঘণ্টা ধরে রাস্তা অবরোধ করে রাখে তারা।

মিরপুর বিভাগের উপ-কমিশনার মাসুদ আহমেদ  জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। বাসটিকে আটক করা হয়েছে। চালক ও হেলপারকে আটকের চেষ্টা চলছে।

সারাবাংলা/ইউজে/এসএমএন

বিজ্ঞাপন

আইসিইউতে সাইফ আলী খান
১৬ জানুয়ারি ২০২৫ ১৬:৩৭

আরো

সম্পর্কিত খবর