টাঙ্গাইল: জেলার মধুপুরে পরিবেশের জন্য ক্ষতিকর আকাশমনি গাছের ৪০ হাজার চারা ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৯ জুলাই) দুপুরে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এই গাছের চারা দা দিয়ে কেটে ধ্বংস করা হয়। এ সময় মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন উপস্থিত ছিলেন।
এ সময় তিনি বলেন, ‘পরিবেশ ও জলবায়ুবিষয়ক মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছ সৃজন, রোপন ও বিপণন নিষিদ্ধ করায় এই উদ্যোগ গ্রহণ করেছে মধুপুর উপজেলা প্রশাসন।’
তিনি জানান, মধুপুরে যেখানেই ইউক্যালিপটাস ও আকাশমনি চারা উৎপাদন বা বিপণন হবে, সেখানেই সরকারের নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা, সমাজসেবা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান মনির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা উপস্থিত ছিলেন।