Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়ে এবার ছাত্রদলের ৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৫ ২২:৩১
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছবি: সংগৃহীত

পঞ্চগড়: পঞ্চগড় জেলার বোদা উপজেলায় ছাত্রদলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরও চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। এর আগে মাসুদ রানা রিয়াজের ওপর হামলার ঘটনায় চার নেতাকে বহিষ্কার করা হয়েছিল।

বুধবার (৯ জুলাই) কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম সই করা নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশপ্রাপ্ত নেতারা হলেন— বোদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল, সদস্যসচিব রাকিবুল আহসান রম্য, উপজেলার পাথরাজ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবু সাঈদ মানিক এবং সদস্যসচিব মাজেদুর সরকার মুন্না।

সম্প্রতি কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ও তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা রিয়াজের ওপর প্রকাশ্যে হামলার ঘটনায় ছাত্রদলে তীব্র উত্তেজনা দেখা দেয়। ৭ জুলাই এই হামলার পর ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদ তাৎক্ষণিকভাবে চার নেতাকে বহিষ্কার করে। এর প্রতিবাদে এবং বহিষ্কৃতদের পুনর্বহালের দাবিতে ৮ জুলাই বোদা উপজেলা, পৌর ও পাথরাজ কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।

বিজ্ঞাপন

এই বিক্ষোভে অংশগ্রহণ ও বক্তব্য দেওয়ার অভিযোগে পরদিন, ৯ জুলাই, এই চার নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, তারা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং কেন তাদের বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা করতে বলা হয়েছে। এই লিখিত ব্যাখ্যা জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে পেশ করতে হবে।

বোদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল বলেন, ‘শোকজের বিষয়ে বিভিন্ন মাধ্যেমে জেনেছি। আমরা দলীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। নির্ধারিত সময়ের মধ্যে আমরা নোটিশের জবাব দিব।’

সারাবাংলা/এইচআই

ছাত্রদল পঞ্চগড় বোদা উপজেলা