ঢাকা: অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হিটাচি ও দেশের বৃহৎ ইলেকট্রনিক্স রিটেইলার ট্রান্সকম ডিজিটাল যৌথভাবে দেশের বাজারে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে নিয়ে এসেছে টপ লোড স্মার্ট ওয়াশিং মেশিন এবং আধুনিক ডিশওয়াশার। আন্তর্জাতিক মান, টেকসই পারফরম্যান্স ও আকর্ষণীয় ডিজাইনের এই পণ্যগুলো দেশের ভোক্তাদের জন্য নতুন যুগের সূচনা করছে।
বুধবার (৯ জুলাই) এক অনুষ্ঠানের মাধ্যমে পণ্যটি উন্মোচন করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি বলা হয়, ‘হিটাচির টপ লোড স্মার্ট ওয়াশিং মেশিনে রয়েছে স্মার্ট ওয়াশ, এয়ার জেট ড্রাই, অটো ব্যালেন্সিং, সোকিং ফাংশন, ১৯ মিনিটের হাফ লোড ও ২৮ মিনিটের স্পিড ওয়াশ প্রোগ্রাম। এ ছাড়া সফট-ক্লোজিং ঢাকনা ও টেম্পারড গ্লাস কভার—যা শক্তিশালী পারফরম্যান্সের পাশাপাশি ব্যবহারকারীর জন্য নিশ্চিত করে সহজ ও আরামদায়ক অভিজ্ঞতা দেবে। ডিশওয়াশারে রয়েছে ১১টি আধুনিক প্রযুক্তি, যার মধ্যে রয়েছে স্টিম শাইন ফাংশন, অটো ওপেন ডোর, সারাউন্ড ওয়াশ টেকনোলজি, হাইজিন কেয়ার (৯৯ দশমিক ৯৯ শতাংশ ব্যাকটেরিয়া ও ভাইরাস দূরীকরণ) এবং রিসাইক্লড পিইটি চেসিস—যা দেশের আধুনিক রান্নাঘরের জন্য একটি নতুন মান নির্ধারণ করছে।’
বিজ্ঞপ্তি আরও বলা হয়, ‘পণ্য উন্মোচন উপলক্ষ্যে হিটাচি টপ লোড ওয়াশিং মেশিনের জন্য থাকছে বিশেষ ‘ডাবল স্ক্র্যাচ ও জেতার’ অফার। যেখানে একজন ক্রেতা পাবেন একসঙ্গে দুটি স্ক্র্যাচ করার সুযোগ— জিতে নিতে পারেন ১ হাজার প্লাস ফ্রি গিফট, ক্যাশ ভাউচার এবং থাইল্যান্ড ও নেপাল ট্রিপের মতো মেগা গিফট। এছাড়াও প্রত্যেক ক্রেতা নিশ্চিতভাবে পাবেন ১ মাসের ডিটারজেন্ট একদম ফ্রি হিটাচি প্রতিটি টপ লোড ওয়াশিং মেশিন এর সাথে। নতুন ডিশওয়াশার কেনার সঙ্গে থাকছে ১ মাসের ডিশওয়াশিং ট্যাবলেট ফ্রি। এই অফার ৩১ জুলাই ২০২৫ পর্যন্ত ট্রান্সকম ডিজিটালের সব শোরুমে পাওয়া যাবে।’
ট্রান্সকম ডিজিটালের হেড অব বিজনেস মি. রিতেশ রঞ্জন বলেন, ‘হিটাচির আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রযুক্তিকে নতুন আঙ্গিকে আমাদের গ্রাহকদের কাছে পৌঁছে দিতে পেরে আমরা গর্বিত। নতুন ওয়াশিং মেশিন ও ডিশওয়াশার আমাদের সেই অঙ্গীকারের প্রতিফলন—সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম প্রযুক্তি সব ঘরে পৌঁছে দেওয়া।’
আর্সেলিক হিটাচি হোম অ্যাপ্লায়েন্স সেলস (সিঙ্গাপুর) এর সেলস ডিরেক্টর মি. তারুণ জেইন বলেন, ‘বাংলাদেশ সবসময়ই আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বাজার। এই নতুন পণ্য উন্মোচনের মাধ্যমে আমরা আধুনিক ভোক্তাদের জন্য সাশ্রয়ী মূল্যে নির্ভরযোগ্য, স্মার্ট ও শক্তি-সাশ্রয়ী সমাধান তুলে ধরতে চাই।’
প্রসঙ্গত, হিটাচি বিশ্বব্যাপী পরিচিত একটি নাম—যা যুগ যুগ ধরে উদ্ভাবন, গুণগত মান ও নির্ভরযোগ্যতার প্রতীক। দেশের বাজারে ট্রান্সকম ডিজিটাল হিটাচি পণ্যের অনুমোদিত পরিবেশক হিসেবে কাজ করছে। সারা দেশে বিস্তৃত রিটেইল নেটওয়ার্ক ও গ্রাহকসেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রযুক্তিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে নির্ভরতার সঙ্গে।