Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের জন্য পটুয়াখালীর ডিসিকে জমি বরাদ্দের নির্দেশ ইসির

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৫ ২২:৫২

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) পটুয়াখালীর জেলা প্রশাসককে (ডিসি) একটি আঞ্চলিক নির্বাচন প্রশিক্ষণ কেন্দ্র কাম-ডরমেটরি নির্মাণের জন্য উপযুক্ত জমি বরাদ্দ দেওয়ার নির্দেশ দিয়েছে।

বুধবার (৯ জুলাই) ইসির সেবা শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব এটিএম শামীম মাহমুদ এ সংক্রান্ত একটি চিঠি পটুয়াখালীর ডিসিকে পাঠিয়েছেন।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আঞ্চলিক নির্বাচন প্রশিক্ষণ কেন্দ্র কাম-ডরমেটরি’ নির্মাণকল্পে ভূমি অধিগ্রহণের সম্ভাব্য ব্যয়/প্রাক্কলন অনুযায়ী কার্যক্রম সম্পাদন করা প্রয়োজন। এই কার্যক্রম সম্পাদনের জন্য ২০২৫-২০২৬ অর্থ বছরে অর্থ মন্ত্রণালয় থেকে পর্যাপ্ত অর্থ বরাদ্দ পাওয়া গেছে।’

বিজ্ঞাপন

চিঠিতে উল্লেখ করা হয়েছে, এই পরিস্থিতিতে ‘আঞ্চলিক নির্বাচন প্রশিক্ষণ কেন্দ্র কাম-ডরমেটরি’ নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণের সম্ভাব্য ব্যয়/প্রাক্কলন অনুযায়ী ভূমি অধিগ্রহণের কার্যক্রম সম্পাদনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে।

উল্লেখ্য, বর্তমানে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটটি ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত। ঢাকার বাইরে এর কোনো শাখা নেই। এতে সকল প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণের জন্য রাজধানীতে আসতে হয়। এই অসুবিধা দূর করতে এবং প্রশিক্ষণ কার্যক্রমকে আরও সহজলভ্য করতে নির্বাচন কমিশন অঞ্চলভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে।

সারাবাংলা/এনএল/এইচআই

আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র ইসি পটুয়াখালী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর