Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপি কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৫ ২৩:৩৬

বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার (৯ জুলাই) রাত ১০টা ৫৮ মিনিটে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন।

এ সময় এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ শাখার জুলাই পদযাত্রার চিত্র প্রদর্শনী চলছিল। ঘটনায় কেউ হতাহত না হলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিকুস সালেহীন বলেন, ‘রমনা থানায় ঘটনাটি জানানো হয়েছে।’

উল্লেখ্য, এর আগেও ওই এলাকায় তিনবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সারাবাংলা/এফএন/পিটিএম

এনসিপি কার্যালয় ককটেল বিস্ফোরণ টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর