Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে আ.লীগ নেতা প্রদীপ কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ০০:০৫

সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রদীপ রায়

সুনামগঞ্জ: সুনামগঞ্জে আওয়ামী লীগের দিরাই উপজেলার সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রদীপ রায়কে জেলহাজতে পাছিয়েছেন আদালত।

বুধবার (৯ জুলাই) বিকেলে তাকে আদালতে হাজির করলে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, মঙ্গলবার (৮ জুলাই) রাত আড়াইটার দিকে সিলেট নগরীর সুবিদবাজারের লন্ডনি রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রদীপ রায়ের আইনজীবী অ্যাড. আব্দুল আজাদ রুমান জানান, বিকেলে প্রদীপ রায়কে আদালতে হাজির করলে সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতের বিচারক মুহাং হেলাল উদ্দিন তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার রাত একটায় স্থানীয় একদল তরুণ ও কিছু বিএনপি কর্মীরা প্রদীপ রায়ের সিলেট নগরীর সুবিধ বাজারের লন্ডনি রোডের ভাড়া বাসার ফটকের সামনে অবস্থান নিয়েছিল। ওই ভবনের অন্য বাসিন্দারা জানান, দীর্ঘক্ষণ অবস্থান নিয়ে লোকজন নীচে থেকেই চিৎকার করে প্রদীপ রায়কে বের করে দেবার জন্য বাড়ির অন্যদের বলতে থাকেন। একপর্যায়ে পুলিশ আসলে, তাকে পুলিশের হাতে তুলে দেন উপস্থিত লোকজন।

সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম জানান, গত বছরের ৪ আগস্টে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় গত দুই সেপ্টেম্বর দায়ের হওয়া দ্রুত বিচার আইনের মামলার ৯৯ জন আসামির মধ্যে ২১ নম্বর এজাহার নামীয় আসামি হিসেবে প্রদীপ রায়কে গ্রেফতার করা হয়েছে।

সারাবাংলা/এইচআই

আওয়ামী লীগ নেতা দিরাই সুনামগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর