Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ০০:১২

এইচএসসি পরীক্ষা। ফাইল ছবি

ঢাকা: বন্যা পরিস্থিতি ও অনিবার্য কারণে তিন বোর্ডের অধীনে বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার পর শিক্ষাবোর্ডগুলো থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট বোর্ডগুলো জানিয়েছে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ছয়টি জেলায়, মাদরাসা বোর্ডের অধীনে সারাদেশে আলিম পরীক্ষা এবং কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় সারাদেশে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় কুমিল্লা শিক্ষাবোর্ডের আগামী ১০ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হলো।

বিজ্ঞাপন

এ ছাড়াও, কুমিল্লা শিক্ষাবোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। ১৩ জুলাই হতে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি চলবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় বিজ্ঞপ্তিতে।

অন্যদিকে, কারিগরি শিক্ষাবোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর গণমাধ্যমকে বলেন, ‘কারিগরি শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএম) পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।’

এ ছাড়া, কারিগরি শিক্ষাবোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘১০ জুলাই কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে জানানো হবে। তবে অন্যান্য দিনের পরীক্ষা সময়সূচি মোতাবেক অনুষ্ঠিত হবে।

সারাবাংলা/এনএল/পিটিএম

এইচএসসি পরীক্ষা টপ নিউজ স্থগিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর