Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতকে ভয় পাওয়ার কোনো কারণ নেই: নাহিদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ০০:২৩

‘দেশ গড়ি’ জুলাই পদযাত্রার নবম দিনে চুয়াডাঙ্গায় পথসভা করেছে এনসিপি

চুয়াডাঙ্গা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ভারতকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমাদের সম্পর্ক হতে হবে সমতার ভিত্তিতে।

‘দেশ গড়ি’ জুলাই পদযাত্রার নবম দিনে বুধবার (৯ জুলাই) চুয়াডাঙ্গায় পথসভা করেছে এনসিপি। জেলার স্থানীয় শহিদ হাসান চত্বরে এই পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সমন্বয়ক ও জুলাই পদযাত্রার সমন্বয়ক মোল্লা এহসান ফারুক

ভারতীয় বিএসএফের হাতে গত ৫৪ বছরে শত শত নিরীহ বাংলাদেশি নিহত হওয়ার ঘটনা তুলে ধরে নাহিদ বলেন, ‘বিগত সময়ের কোনো সরকারই এর প্রতিবাদ করেনি। আমরা বলে দিয়েছি, আর একজন বাংলাদেশিকে হত্যা করা চলবে না।’

বিজ্ঞাপন

চুয়াডাঙ্গার উন্নয়নের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আপনারা যেকোনো প্রয়োজনে পাশে পাবেন আমাদের। এনসিপি আপনাদের সঙ্গে আছে। আপনাদের সঙ্গে আছি আমরা, আপনাদের সন্তান আমরা।’

তিনি বলেন, ‘ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশের মানুষকে খুন-গুম করে দেশে ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছিলেন। আপনাদের সন্তানেরা রক্তের বিনিময়ে সেই ফ্যাসিবাদী সরকারকে বিদায় করেছে।’

তিনি আরও বলেন, ‘নতুন করে যাত্রা শুরু করতে চাই। প্রয়োজনীয় সংস্কার ছাড়া এ দেশে নির্বাচন সম্ভব নয়। জুলাইয়ের ঘোষণাপত্র বাস্তবায়নে আমরা মাঠে নেমেছি, মাঠে থাকব। আপনাদের দ্বারে দ্বারে যাবো। ভয়ঙ্করভাবে বিশেষ চাঁদাবাজি চলছে, এগুলো এখনই প্রতিরোধ করতে হবে।’

উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘চাঁদাবাজি, মামলা বাণিজ্য থেকে শুরু করে সকল মানুষকে হয়রানি করার যে চক্র ছিল, সেই সিন্ডিকেটগুলো রয়েই গেছে। তাই আমরা বিশ্বাস করি, ২৪ সালের অভ্যুত্থানে যে শহিদ ভাইয়েরা এবং যারা আহত হয়েছেন তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। সেই লড়াইকে সামনে রেখে আমরা আপনাদের জেলায় উপস্থিত হয়েছি।’

এ সময় আরও বক্তব্য দেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, জ্যেষ্ঠ সদস্যসচিব ডা. তাসনিম জারা, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী এবং আক্তার হোসেন প্রমুখ।

মঙ্গলবার (৮ জুলাই) মেহেরপুরে পদযাত্রা শেষ করে সেখানে রাতযাপন করেন এনসিপি’র কেন্দ্রীয় নেতারা। এরপর প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে বুধবার (৯ জুলাই) দুপুর ১২টার পর সেখান থেকে রওনা হয়ে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ায় পৌঁছে সেখানে সংক্ষিপ্ত পথসভায় দেন রাখেন। তারপর পদযাত্রা নিয়ে তারা আলমডাঙ্গা হয়ে চুয়াডাঙ্গায় দুপুর আড়াইটার দিকে পৌঁছান। এ সময় মুষলধারায় বৃষ্টি উপেক্ষা করে চুয়াডাঙ্গা বড়বাজারের স্থানীয় শহিদ হাসান চত্বরে পথসভায় যোগ দেন। পথসভা শেষে তারা দর্শনায় পৌঁছে চুয়াডাঙ্গা সীমান্তের ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে নিহত উপজেলার ঝাঁঝাডাঙ্গা গ্রামের মাদরাসাপাড়ার নূর ইসলামের ছেলে ইব্রাহীম হোসেন বাবুর বাড়িতে গিয়ে তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান। এরপর জীবননগরে পথসভা শেষে ঝিনাইদহে যাবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

সারাবাংলা/এইচআই

এনসিপি চুয়াডাঙ্গা জুলাই পদযাত্রা নাহিদ ইসলাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর