টেস্ট ও ওয়ানডে দুই সিরিজেই হারের তিক্ত স্বাদ পেয়েছে বাংলাদেশ। আজ টি-২০ সিরিজের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে লিটন দাসের দল। টি-২০ ইতিহাসে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে কে?
টি-২০তে বাংলাদেশ ও শ্রীলংকা মুখোমুখি হয়েছে মোট ১৭ বার। দুই দলের লড়াইয়ে এগিয়ে আছে শ্রীলংকাই।
১৭ ম্যাচের মধ্যে ১১টিতেই জিতেছে লংকানরা। অন্যদিকে বাংলাদেশের জয় ৬টিতে।
নিজেদের মাটিতে শ্রীলংকা জিতেছে ২টি ম্যাচ, বাংলাদেশও জিতেছে ২টি। অ্যাওয়ে ভেন্যুতে শ্রীলংকা জিতেছে ৬টি ম্যাচ, বাংলাদেশের জয় ৩ ম্যাচে।
নিরপেক্ষ ভেন্যুতে শ্রীলংকার জয় ৩ ম্যাচে, বাংলাদেশ জিতেছে একটি ম্যাচ।
দুই দলের শেষ ৫ দেখায় শ্রীলংকাই এগিয়ে। তারা জিতেছে ৩ ম্যাচ, বাংলাদেশের জয় ৫ ম্যাচে।
সবশেষ এই ফরম্যাটে ২০২৪ সালের ৮ জুন মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে অবশ্য ২ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ।
আজ পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-২০তে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৩ ও ১৬ জুলাই।