Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টির পরও ঢাকার বাতাসে তেমন উন্নতি নেই

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ০৯:১৬ | আপডেট: ১০ জুলাই ২০২৫ ০৯:২৭

ছবি: সারাবাংলা

ঢাকা: বুধবার (৯ জুলাই) থেকে আজ সকালের টানা বৃষ্টির পর কিছুটা স্বস্তির ইঙ্গিত থাকলেও ঢাকার বায়ুমানের উন্নতি হয়নি আশানুরূপভাবে। বরং বিশ্ব দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান উঠে এসেছে আরও ওপরের দিকে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে বিশ্বখ্যাত আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, সকাল ৮টা ৩০ মিনিটে ঢাকার একিউআই (বায়ুমান সূচক) স্কোর ছিল ৭৯। যদিও এটি এখনও ‘মাঝারি’ ক্যাটাগরিতে পড়ে, তবে সংবেদনশীল গোষ্ঠীর জন্য তা অস্বাস্থ্যকর হয়ে উঠতে মাত্র ২১ স্কোর দূরে।

ঢাকা বর্তমানে বিশ্বে বায়ুদূষণের দিক থেকে ১৪তম স্থানে রয়েছে। অথচ আগের দিন একই সময়ে ঢাকার স্কোর ছিল ৯৭, এবং অবস্থান ছিল ২৩তম। এর মানে, রাতের বৃষ্টির পর একদিনে দূষণ কিছুটা কমলেও পরিস্থিতি এখনও আশঙ্কাজনক রয়ে গেছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে কঙ্গোর কিনশাসা, যার একিউআই স্কোর ১৭৪। দ্বিতীয় অবস্থানে আছে চিলির সান্তিয়াগো (১৪৯), এরপর মিশরের কায়রো (১১৫) এবং আরব আমিরাতের দুবাই (১১১)।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে প্রতিবছর সারা বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। এই মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে স্ট্রোক, হৃদরোগ, দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট এবং ফুসফুসের ক্যান্সার।

ঢাকার ক্ষেত্রে বর্ষাকালে সাধারণত বাতাসের মান কিছুটা উন্নত হয়। তবে এবার সেই স্বস্তিও পুরোপুরি মিলছে না। বিশেষজ্ঞদের মতে, শুধু বর্ষা নয়, দূষণের মূল উৎসগুলো নিয়ন্ত্রণে আনা না গেলে ঢাকার মানুষকে আরও দীর্ঘদিন ভুগতে হবে বায়ুদূষণের ক্ষতিকর প্রভাবে।

সারাবাংলা/এফএন/ইআ

বিজ্ঞাপন

রিয়েলমি ফোনে মূল্যছাড়
১০ জুলাই ২০২৫ ১৭:২৭

আরো

সম্পর্কিত খবর