Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাস, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ০৯:২৯ | আপডেট: ১০ জুলাই ২০২৫ ০৯:৩৭

রংপুর: রংপুরের পীরগাছায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে শিশুসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে পীরগাছা উপজেলার দেউতি সড়কের বেলতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গাইবান্ধার সুন্দরগঞ্জের বেলতলী এলাকায় একটি বিয়ে বাড়িতে বৌভাত শেষে একটি বাসে ৩৫ থেকে ৪০ জন বাসে করে রংপুর নগরির নজিরেরহাট এলাকায় ফিরছিলেন। দেউতি বেলতলা বাজারে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। পরে তাৎক্ষণিক এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুসহ দুজনের লাশ উদ্ধার করেন।

বিজ্ঞাপন

পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আল-আমিন জানান, ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা/ইআ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর