ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র দশম দিনের কর্মসূচি আজ। বৃহস্পতিবার (১০ জুলাই) এ পদযাত্রা অনুষ্ঠিত হতে যাচ্ছে মাগুরা, নড়াইল ও যশোর জেলায়।
এনসিপির এই ধারাবাহিক পদযাত্রার উদ্দেশ্য হলো সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং দেশ পুনর্গঠনের বার্তা ছড়িয়ে দেওয়া।
দিনের সূচি অনুযায়ী, সকাল ১০টা ৩০ মিনিটে মাগুরার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে পদযাত্রার দল। বেলা ১২টার দিকে মাগুরা শহরের বায়নার মোড়, চৌরঙ্গী হয়ে গণসংযোগ শেষে পুরাতন পেট্রোল পাম্প এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সেখান থেকে দুপুর ১২টা ৩০ মিনিটে পদযাত্রার দল রওনা দেবে নড়াইলের উদ্দেশ্যে। বিকেল ৫টায় নড়াইল মুক্ত মঞ্চে আরেকটি পথসভা অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর সন্ধ্যা ৬টায় যশোরের উদ্দেশ্যে যাত্রা করবে তারা এবং যশোরেই আজকের রাত্রিযাপন করবে।
এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন জানিয়েছেন, “জুলাই পদযাত্রা একটি জাতীয় সচেতনতা তৈরির কর্মসূচি। দেশ গঠনের প্রশ্নে নাগরিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করাই এর মূল উদ্দেশ্য।”
পদযাত্রার প্রতিদিনের কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলার জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করছে এনসিপি।