সাদা পোশাকে নিজেকে হারিয়ে খুঁজছেন বহুদিন ধরেই। শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজে মাত্র একটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন দলে। সেখানেও হাসেনি তার ব্যাট। লিটন দাস এবার অধিনায়ক হিসেবেই মাঠে নামছেন টি-২০ সিরিজে। লংকানদের বিপক্ষে সিরিজ শুরুর আগে লিটন দাস বলছেন, নিজের ব্যর্থতার কারণ খুঁজে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছেন তিনি।
চ্যাম্পিয়নস ট্রফিতে দলে জায়গা হয়নি লিটনের। শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন লিটন। সিরিজের শেষ দুই ম্যাচে একাদশে ছিলেন না তিনি।
টি-২০ সিরিজে দলের অধিনায়ক হিসেবে থাকছেন লিটন। সিরিজ শুরুর আগে লিটন জানিয়েছেন, ভালো খেলেই দলে জায়গা পাকা করতে চান তিনি, ‘ওয়ানডেতে ভালো খেলতে পারিনি তাই বেঞ্চে ছিলাম। এই সময়ে আমি টি-২০ ফরম্যাটের জন্য অনুশীলন করেছি। চেষ্টা করবো মাঠে এটা কাজে লাগানোর।’
ওয়ানডে দল থেকে বাদ পড়াটা স্বাভাবিকভাবেই নিয়েছেন লিটন, ‘পেশাদার হিসেবে সব জায়গায় মানিয়ে নিতে হয়। আমি এটা ভালোভাবেই পারি। টেস্টে টেস্টের মতো খেলি। ওয়ানডেতে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। টি-২০ অনেকদিন ধরেই খেলছি। কয়েকটা সিরিজও গেল। আশা করি এই সিরিজে ঘুরে দাঁড়াতে পারব।’
বাংলাদেশ তাদের শতভাগ দিয়েই সিরিজ জয়ের চেষ্টা করবে বাংলাদেশ, জানালেন লিটন, ‘আমার জন্য প্রতি সিরিজই গুরুত্বপূর্ণ। আমরা সবখানেই শতভাগ দেওয়ার চেষ্টা করি। অনেক সময়ই ব্যর্থ হই, এটা জীবনের অংশ। জীবনে অনেক ক্রিকেটার আছে যারা এক দেড় বছর ব্যর্থ হওয়ার পর সফল হয়েছে। কী কারণে ব্যর্থ সেটা জানাটা জরুরি। আমিও জানার চেষ্টা করছি। ব্যর্থতার কারণ খুঁজে বের করে সেখান থেকে বেরিয়ে আসা জরুরি।’
আজ সন্ধ্যা ৭.৩০ মিনিটে পাল্লেকেলেতে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলংকা।