Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএসসি: চট্টগ্রামে পাসের হার কমেছে, বেড়েছে জিপিএ-৫

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ১৪:৪৭ | আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৫:২৮

ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ। গতবারেরর চেয়ে এবার পাসের হার প্রায় ১১ শতাংশ কমেছে। তবে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা প্রায় এক হাজার বেড়েছে।

সব বিভাগ মিলে সম্মিলিতভাবে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৮৪৩ জন। গতবছর পেয়েছিল ১০ হাজার ৮২৩ জন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, চট্টগ্রাম, তিন পার্বত্য জেলা ও কক্সবাজার মিলিয়ে এবার পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ। গতবছর ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ। এবার পরীক্ষার্থী ছিল মোট ১ লাখ ৪১ হাজার ৩৩ জন। এর মধ্যে পাস করেছে ১ লাখ ১ হাজার ১৮১ জন। ছাত্রদের পাসের হার ৭১ দশমিক ৯৩ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৭২ দশমিক ১৯ শতাংশ।

বিজ্ঞাপন

চট্টগ্রাম নগরীর পরীক্ষার্থীদের মধ্যে এবার পাসের হার ৮১ দশমিক শূন্য ৩ শতাংশ। আর নগরী বাদে জেলায় পাসের হার ৭১ দশমিক ২৯ শতাংশ। তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে পাসের হার ৫৬ দশমিক ৫৫ শতাংশ, খাগড়াছড়িতে ৬০ দশমিক ৭৭ ও বান্দরবানে ৬৩ দশমিক ১২ শতাংশ। কক্সবাজার জেলায় পাসের হার ৭০ দশমিক ৭৬ শতাংশ।

বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা- তিন বিভাগেই পাসের হার কমেছে। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে মানবিক বিভাগে।

বিজ্ঞানে পাসের হার ৯২ দশমিক ৫৭ শতাংশ, গতবার ছিল ৯৪ দশমিক ৫২। মানবিকে পাসের হার ৫৫ দশমিক ০২ শতাংশ, গতবার ছিল ৭৩ দশমিক ৪১। ব্যবসায় শিক্ষায় পাসের হার ৭৩ দশমিক ৫৪ শতাংশ, গতবার ছিল ৮৪ দশমিক ১১।

জিপিএ-৫ পাওয়া ১১ হাজার ৮৪৩ জনের মধ্যে বিজ্ঞান বিভাগে ১০ হাজার ৪৫৮ জন, ব্যবসায় শিক্ষায় ১ হাজার ২৪৭ জন এবং মানবিকে পেয়েছেন ১৩৮ জন পরীক্ষার্থী।

আরও পড়ুন- এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬৮.৪৫

সারাবাংলা/আরডি/ইআ

এসএসসির ফল প্রকাশ চট্টগ্রাম শিক্ষাবোর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর