Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্যামনগরে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ট্যাংক বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ১৪:৫০ | আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৪:৫৩

ট্যাংক বিতরণ করা হচ্ছে।

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য ট্যাংক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্বরে সুপেয় পানির সংকট নিরসনে এসব পানির ট্যাংক বিতরণ করা হয়।

নেটজ্ বাংলাদেশ এর সহায়তায় গবেষণা প্রতিষ্ঠান বারসিক বাংলাদেশে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর সক্ষমতা শক্তিশালীকরণ (পরিবেশ) প্রকল্পের আওতায় এসব পানির ট্যাংক বিতরণ করে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনী খাতুন প্রধান অতিথি হিসেবে উপকারভোগীদের মাঝে এসব পানির ট্যাংক হস্তান্তর করেন।

এ সময় বারসিক’র পরিবেশ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মননজয় মন্ডলের সঞ্চালনায় ও বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলামের সভাপতিত্বে ট্যাংক বিতরণের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন প্রকল্পের জেলা সমন্বয়কারী মাসুম বিল্লাহ। এসময় ইউপি সদস্যবৃন্দ, সবুজ সংহতির প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জানানো হয়, পরিবেশ প্রকল্পের আওতায় জেলার শ্যামনগর ও আশাশুনি উপজেলার ৮টি ইউনিয়নের সিএসও সদস্যদের মাঝে ১ হাজার লিটারের ৫৯৭টি এবং ৩ হাজার লিটারের ২টি পানির ট্যাংক পর্যায়ক্রমে বিতরণ করা হবে।

সারাবাংলা/এনজে

ট্যাংক বিতরণ বৃষ্টির পানি সংরক্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর