সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ১০০ বোতল ফেনসিডিলসহ দুলাল ফকির (২৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. ওসমান গনি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক দুলাল ফকির বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার মন্ডলপাড়ার আব্দুর রহিম ফকিরের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৯ জুলাই) বিকেলে হাটিকুমুরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার ঢাকাগামী হাইওয়ে এলাকায় অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ দুলাল ফকিরকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে।