ঢাকা: ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১৯ জুলাই মহাসমাবেশের পরিকল্পনা ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে জামায়াতের একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে তার কার্যালয়ে যায়।
সাক্ষাৎ শেষে দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বলেন, আগামী ১৯ জুলাই দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ উপলক্ষে আমরা এসেছিলাম। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার সঙ্গে আমাদের দুজন সিনিয়র নেতা এর আগে বৈঠক করেছেন। তারই ধারাবাহিকতায় আজ আমরা ডিএমপি কমিশনারের অফিসে এসেছি। আমাদের পরিকল্পনা (সমাবেশ নিয়ে) তাদেরকে জানিয়েছি। তারা (ডিএমপি) আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেছেন।
তিনি আরও বলেন, প্রথমত ট্রাফিক ব্যবস্থাপনা-সমাবেশকে কেন্দ্র করে আমাদের বিভিন্ন ধরনের যানবাহন আসবে। বিভিন্ন স্পটে আমাদের লোকজন আসবেন-কেউ বাসে, কেউ লঞ্চে, কেউ ট্রেনে, আবার কেউ ব্যক্তিগত গাড়িতে। পাশাপাশি আইন-শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়েও তারা নিশ্চিত করবেন।
এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।