ঢাকা: দেশের শেয়ারবাজারে সূচকের উর্ধ্বগতি অব্যাহত রয়েছে। এই নিয়ে টানা ছয় কার্যদিবসে শেয়ারবাজারে সূচক বাড়ল। এই নিয়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক ডিএসইএক্স বাড়ল মোট ২৩০ পয়েন্ট।
বৃহস্পতিবার (১০ জুলাই) সপ্তহের শেষ কার্যদিবসে সার্বিক সূচক বাড়লেও লেনদেন কিছুটা কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, সকালে সূচকের বৃদ্ধি দিয়ে লেনদেন শুরুর পর বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮ পয়েন্টে। যা এর আগের ৫ কার্যদিবসের মধ্যে বুধবার ৫৪ পয়েন্ট, মঙ্গলবার ৫ পয়েন্ট, সোমবার ৮২ পয়েন্ট, বৃহস্পতিবার ২৯ পয়েন্ট ও বুধবার ২৭ পয়েন্ট বেড়েছিল। অর্থাৎ শেষ ৬ কার্যদিবসে সূচকটি বেড়েছে ২৩০ পয়েন্ট।
ডিএসইতে ৬৭৯ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৬৯০ কোটি ৬২ লাখ টাকা। এ হিসেবে লেনদেন কমেছে ১১ কোটি ৬০ লাখ টাকা বা ২ শতাংশ।
বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৯৬টির। অর্থাৎ তালিকাভুক্ত মোট ৪৯ দশমিক ৭৫ শতাংশের দর বেড়েছে। আর দর কমেছে ১২৮ টি বা ৩২ দশমিক ৪৯ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৭০টি বা ১৭ দশমিক ৭৭ শতাংশের।
অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার ১৪ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৫টির, কমেছে ৭৭টির এবং পরিবর্তন হয়নি ২৮টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪০৭৮ পয়েন্টে।
আগের দিন সিএসইতে ৪৮ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। আর সূচক সিএএসপিআই ১৩০ পয়েন্ট বেড়েছিল।