Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ১৬:৩০

ফরিদপুর: ফরিদপুরের মধুখালীতে রাজন হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া হত্যার আলামত লোপাটের অপরাধে আসামিদের ৭ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. রকিবুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— মধুখালি উপজেলার মির্জা মাঝারুল ইসলাম মিলন (৩৯), মামুন শেখ (৩৮), আসাদ শেখ (৩৯), ইলিয়াস মৃধা (৩৮) ও আরমান হোসেন (৩৬)।

বিজ্ঞাপন

এ মামলায় খালাস পেয়েছেন দুইজন। তারা হলেন— হাসান শিকদার ও আশরাফুল শিকদার।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, গত ২০১৪ সালের ২৭ মার্চ জেলার মধুখালী উপজেলার গেন্দারদিয়া গ্রামের শাহ মোহম্মদ রফিকুল ইসলামের ছেলে শাহ মো. রাজন বিকেলে মোটরসাইকেল নিয়ে বের হয়ে রাতে বাড়ি ফেরেনি। পরের দিন আত্নীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্নস্থালে খোঁজ করেও তার সন্ধান না পাওয়া সাধারণ ডায়রি (জিডি) করা হয়।

নিখোঁজের ছয়দিন পর পুলিশের অনুসন্ধানে আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী কুড়ানিয়ার চর এলাকায় একটি পুকুর পাড়ের মাটি খুড়ে রাজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় রাজনে মা জোসনা বেগম বাদী হয়ে মধুখালী থানায় মামলা দায়ের করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড রায় ঘোষণা করেন।

সারাবাংলা/এসআর

ফরিদপুর যাবজ্জীবন হত্যা মামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর