Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনাজপুর বোর্ডে পাসের হার ৬৭ দশমিক ০৩ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ১৭:১৩ | আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৮:১০

ফলাফল পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ছবি: সারাবাংলা

রংপুর: ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষায় দিনাজপুর বোর্ডে ৬৭ দশমিক ০৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ১৫ হাজার ৬২ জন শিক্ষার্থী। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৭ হাজার ৫৪৬ জন এবং ছাত্র ৭ হাজার ৫১৬ জন।

বৃহস্পতিবার (১০ জুলাই) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এদিন দুপুর ২ টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রতিটি শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়।

জানা গেছে, চলতি বছর দিনাজপুর বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৮৫ হাজার ৬৭ জন শিক্ষার্থী। পাস করেছেন ১ লাখ ২২ হাজার ১৪৬ জন। ফেল করেছেন ৬০ হাজার ৮৮ জন। এবারের পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীরা ভাল ফলাফল করেছে। এবারে ছাত্রীদের পাশের হার ৬৯ দশমিক ৭৮ এবং ছাত্রদের ৬৪ দশমিক ৩৮। জিপিএ-তে ছাত্রদের তুলনায় এগিয়ে রয়েছে ছাত্রীরা। মোট জিপিএ প্রাপ্ত ১৫০৬২ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৭৫১৬ ও ছাত্রী হচ্ছে ৭৫৪৬ জন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের পাশের হার ছিল ৭৮ দশমিক ৪৩। সেই হিসাবে এবারে পাশের হার কমেছে। জিপিএ প্রাপ্তিতেও এই হার কমেছে। গতবার জিপিএ পেয়েছিল ১৮ হাজার ১০৫। এবার পেয়েছে ১৫ হাজার ৬২ জন।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস করেছেন ৬৮ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী। গতবার এই পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। ২৭৮২ টি স্কুলের মধ্যে শুন্য পাশের হার স্কুলের সংখ্যা ১৩টি। শতকরা ১০০ শতাংশ পাশ স্কুলের সংখ্যা ৪৮টি।

১৩ বিদ্যালয়ে পাস করেনি কেউ

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে ফেল করেছেন ৬০ হাজার ৮৮ জন। এরমধ্যে ১৩টি বিদ্যালয় থেকে কেউ পাস করেনি। এই ১৩ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৯৮ জন।

বিদ্যালয়গুলো হচ্ছে— রংপুর জেলার পীরগাছা উপজেলার রতনপুর উচ্চ বিদ্যালয়, পীরগঞ্জ উপজেলার ছোট উজিরপুর উচ্চবিদ্যালয়, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গরিদাহা উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, নীলফামারী জেলার ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সদর উপজেলার পূর্ব কুমারপুর উচ্চ বিদ্যালয়, নাগেশ্বরী উপজেলার পায়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয়, পুলবাড়ী উপজেলার নাজার মামুদ উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট সদর উপজেলার পশ্চিম বড়ুয়া রোটারী উচ্চ বিদ্যালয়, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সাত কামার উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সানুয়া উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় এবং পঞ্চগড় জেলার বোদা উপজেলার ডাবর ভাঙ্গা উচ্চ বিদ্যালয়।

সারাবাংলা/এইচআই

এসএসসি এসএসসি ২০২৫ দিনাজপুর বোর্ড ফলাফল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর