Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবির ডিনস অ্যাওয়ার্ড
কমিটি থেকে স্বেচ্ছায় নাম প্রত্যাহার নীল দলের ২ শিক্ষকের

ঢাবি করেস্পন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ১৭:৩০

ঢাকা বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নিজ নিজ বিভাগের শিক্ষার্থীদের দ্বারা বয়কট আওয়ামীপন্থী দুই শিক্ষক সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আপ্যায়ন কমিটি থেকে নিজেদের নাম নিজেরাই প্রত্যাহার করে নিয়েছেন।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান।

কমিটিতে থেকে নাম প্রত্যাহার করা দুই শিক্ষক হলেন- আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদলের সামাজিক বিজ্ঞান অনুষদ ইউনিটের বর্তমান আহ্বায়ক এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সাহাদাত হোসেন সিদ্দিকী এবং লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. সাদিক হাসান।

বিজ্ঞাপন

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান বলেন, ‘আমরা যেকোনো সিদ্ধান্ত প্রতিটি বিভাগের চেয়ারম্যানের মতামতের ভিত্তিতে নিয়ে থাকি। সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আপ্যায়ন কমিটিতে যে দু’জন শিক্ষকে ঘিরে সমালোচনা শুরু হয়েছে তারা এখন ডিপার্টমেন্টে নিয়মিত ক্লাস নিচ্ছেন। তারা এখন আর কমিটিতে নেই।’

অর্থনীতি বিভাগের একাধিক শিক্ষার্থী সারাবাংলার এই প্রতিবেদককে বলেন, ড. মুহাম্মদ সাহাদাত হোসেন সিদ্দিকী নীল দলের সঙ্গে সম্পৃক্ত। তাকে বয়কট করা হয়েছিল। পরবর্তীতে কিছুদিন পর তিনি আবার ক্লাস নেওয়া শুরু করেন।

একই চিত্র লোকপ্রশাসন বিভাগের ক্ষেত্রেও। এ বিভাগের একাধিক শিক্ষার্থী সারাবাংলাকে জানান, অধ্যাপক ড. সাদিক হাসান নীলদলের সদস্য। জুলাই আন্দোলনের বিরোধিতা করায় তার ক্লাস বর্জন করেন শিক্ষার্থীরা। পরবর্তী সময়ে অন্য শিক্ষকদের সাহায্যে তিনি ক্লাস নেওয়া শুরু করেন।

সারাবাংলা/কেকে/পিটিএম

টপ নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয় নীল দল শিক্ষক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর