Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুই বাণিজ্য সংগঠনে প্রশাসক নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ১৭:৩১

ঢাকা: দেশের জ্বালানি ও পরিবহন এবং রাসায়নিক খাতের দুটি বাণিজ্য সংগঠনে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সংগঠন দুটি হচ্ছে- বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ অ্যাসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশন।

এর মধ্যে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের প্রশাসক হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শায়লা ইয়াসমিনকে এবং বাংলাদেশ অ্যাসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রশাসক হিসেবে মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুল মালেককে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (০৯ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের মহাপরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ রেহান উদ্দিন এর সই করা পৃথক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, সংগঠন দুটির কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। হওয়ায় সংগঠন দুটিতে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। এমতাবস্থায় সংগঠনটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদ বাতিলপূর্বক সরকারের অনুমোদনক্রমে বাণিজ্য মন্ত্রণালয় থেকে প্রশাসক নিয়োগ করা হলো। নিয়োগপ্রাপ্ত প্রশাসক ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে এ মন্ত্রণালয়কে অবহিত করবেন।

আদেশে বলা হয়, বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের নিবন্ধিত বাণিজ্য সংগঠন। তবে এটির কার্যক্রম সন্তোষজনক না থাকায় সংগঠনটিকে কেন সুপ্ত সংগঠন হিসেবে ঘোষণা করা হবে না, সে জন্য সমিতির বর্তমান কমিটিকে কারণ দর্শানোর নোটিশ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। তবে এই নোটিশের সন্তোষজনক জবাব তারা উপস্থাপন করতে পারেনি। এ ছাড়া সংগঠনটির ভোটার তালিকা প্রণয়নে ত্রুটি রয়েছে এবং সে কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ছাড়া সমিতির ঘোষিত ২০২৫-২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটি নির্বাচনী তফসিল বাণিজ্য সংগঠন বিধিমালা অনুসারে ঘোষিত হয়নি। এসব কারণে সংগঠনটির কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না।

এ অবস্থায় বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারার আওতায় বর্তমান পুনর্গঠিত পরিচালনা পর্ষদ বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শায়লা ইয়াসমিনকে প্রশাসক নিয়োগ করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত প্রশাসক ১২০ দিনের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে সমিতির দায়িত্ব নতুন নির্বাচিত কমিটির কাছে হস্তান্তর করবেন।

অন্যদিকে, বাংলাদেশ অ্যাসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক নির্বাচন নিয়ে অনিয়মের অভিযোগে সংগঠনটির বর্তমান কমিটি বাতিল করে প্রশাসক নিয়োগ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

আদেশে বলা হয়েছে, বাংলাদেশ অ্যাসিড মার্চেন্ট অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধিত সংগঠন। তবে সংগঠনটির বর্তমান কমিটি এফবিসিসিআইয়ের সালিসি ট্রাইব্যুনালের নির্দেশনা অমান্য করে সর্বশেষ নির্বাচন পরিচালনা করেছে। ট্রাইব্যুনালের আদেশ ও সংগঠনের নিজস্ব গঠনতন্ত্র অনুসারে নির্বাচনের নিয়ম মানা হয়নি। এ ছাড়া গত ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে নানা ত্রুটিও দেখা গেছে।

এ অবস্থায় বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুসারে বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুল মালেককে সংগঠনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আগামী ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে নির্বাচিত নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

সারাবাংলা/আরএস

দুই বাণিজ্য সংগঠনে প্রশাসক নিয়োগ বাণিজ্য মন্ত্রণালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর