Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়াইফাই ৭ এর যুগে পা রাখলো কিউডি

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ১৭:৪২

ঢাকা: ইন্টারনেটে গতির নতুন সংজ্ঞা নিয়ে এসেছে ওয়াইফাই ৭ প্রযুক্তি। ওয়াইফাই ৬-এর তুলনায় অনেক দ্রুত এবং নিরবিচ্ছিন্ন সংযোগ সুবিধা প্রদান করতে সক্ষম ওয়াইফাই ৭ একযোগে একাধিক ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করে মাল্টি-লিঙ্ক অপারেশন (এমএলও) এর মাধ্যমে সর্বোচ্চ স্পিড ও স্থিতিশীলতা নিশ্চিত করে। ৪০৯৬-কিউএএম, মাল্টি-আরইউ ও পাংচারিং প্রযুক্তির সমন্বয়ে ওয়াইফাই ৭ এখন হাই-ডিমান্ড স্ট্রিমিং, গেমিং ও ভারী ডেটা ট্রান্সফারের জন্য আদর্শ সমাধান।

বৃহস্পতিবার (১০ জুলাই) গ্লোবাল ব্রান্ডের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নতুন প্রযুক্তিকে গ্রাহকের ঘরে পৌঁছে দিতে কিউডি বাজারে এনেছে কুডি ডব্লিউ১১০০০- বিই১১০০০ ২.৫ জি মেশ ওয়াইফাই ৭ রাউটার। সর্বাধুনিক ফিচারসমূহ আর শক্তিশালী হার্ডওয়্যার নিয়ে এই রাউটারটি হাই স্পিড, হাই কানেকশন এবং লো লেটেন্সির গ্যারান্টি নিয়ে মার্কেটে এসেছে।

বিজ্ঞাপন

রাউটারটিতে ৬ গিগাহার্জ ব্যান্ড সাপোর্ট এবং কম ইন্টারফেরেন্স, আরও দ্রুত ডেটা স্পিডের ব্যবস্থা রয়েছে। ৪টি ২.৫জি পোর্ট রয়েছে, এর ফলে মাল্টি-গিগাবিট কানেকশনে নিশ্চিত শক্তিশালী সংযোগ নিশ্চিত করবে। এছাড়া কোয়ালকম কোয়াডকোর সিপিইউ রয়েছে, যা সর্বোচ্চ পারফরম্যান্স আর স্থিতিশীলতার নিশ্চয়তা দেবে। একইসঙ্গে মেশ টেকনোলজি রয়েছে, যা বাড়ির প্রতিটি কোণে সমান গতির ইন্টারনেট ছড়িয়ে দেবে। রাউটারটিতে ফার্মওয়্যার আপডেট রয়েছে, যা ভবিষ্যতে আরও উন্নত মেশ ফিচার যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওয়াইফাই ৭ প্রযুক্তির দ্রুত গতি এবং নিরবিচ্ছিন্ন সংযোগ আজই নিশ্চিত করতে বেছে নিতে পারেন এই রাউটার। একাধিক ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করে বাড়ির প্রতিটি কোণায় সর্বোচ্চ স্পিড পৌঁছে দেয় এটি। ১ বছরের অফিসিয়াল ওয়ারেন্টিসহ, এটি এখন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর ওয়েবসাইট, ব্রাঞ্চ এবং অনুমোদিত ডিলার হাউজে পাওয়া যাচ্ছে।

সারাবাংলা/ইএইচটি/এনজে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর