Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট বোর্ডে এসএসসিতে পাসের হার ও জিপিএ-৫ কমেছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ১৭:৩৬

সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের উচ্ছ্বাস। ছবি: সারাবাংলা

সিলেট: সিলেট শিক্ষা বোর্ডে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি-২০২৫) পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দুটোই কমেছে। এবার বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৫৭ শতাংশ। যা গত বছরের তুলনায় ৪ দশমিক ৭৮ শতাংশ কম। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৬১৪ জন, যা আগের বছরের তুলনায় ১ হাজার ৮৫৭ জন কম।

শিক্ষাবোর্ডের ডেপুটি পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এবার মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩ হাজার ১৩১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২ হাজার ২১৯ জন। পাস করেছে ৭০ হাজার ৯১ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় বোর্ডের অফিস মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন চৌধুরী।

বিজ্ঞাপন

এ সময় তিনি জানান, গণিত ও ইংরেজি বিষয়ে অনেক শিক্ষার্থী উত্তীর্ণ হতে না পারায় পাসের হার কমেছে। বিশেষ করে মানবিক বিভাগে ফেল করা শিক্ষার্থীর হার বেশি।

তিনি বলেন, ‘দুর্গম হাওরাঞ্চল ও গ্রামের অনেক প্রতিষ্ঠানে মানসম্পন্ন গণিত ও ইংরেজি শিক্ষকের অভাব রয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের বিদেশমুখী প্রবণতা, অমনযোগিতা এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনার অভাবও খারাপ ফলাফলের অন্যতম কারণ।’

তিনি আরও বলেন, ‘সব দিক বিবেচনায় সার্বিক ফলাফলে আমরা মোটামুটি সন্তুষ্ট। যেসব বিষয়ে দুর্বলতা রয়েছে, সেগুলো চিহ্নিত করে ভবিষ্যতে উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।’

সিলেট শিক্ষা বোর্ডের তথ্যমতে, বিজ্ঞান বিভাগে ১৫ হাজার ৫৮৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৪ হাজার ৭১৬ জন, মানবিক বিভাগে ৫৬ হাজার ২০৭ জন অংশ নিয়ে পাস করেছে ৪৮ হাজার ৩১৯ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগে ১১ হাজার ৩৭৫ জন অংশ নিয়ে পাস করেছে ৭ হাজার ৯৭৭ জন। এই দুই ধরনের সংখ্যার তারতম্য নিয়ে বোর্ড আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি।

বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৪১১ জন। এর মধ্যে ছেলেরা ১ হাজার ৭৪১ জন এবং মেয়েরা ১ হাজার ৬৭০ জন। মানবিক বিভাগে মোট জিপিএ-৫ পেয়েছে ১০৯ জন। এর মধ্যে ছেলে ২২ জন এবং মেয়ে ৮৭ জন। আর ব্যবসা শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৯৪ জন। এর মধ্যে ছেলে ২৮ জন এবং মেয়ে ৬৬ জন।

গত বছর সিলেট বোর্ডে পাসের হার ছিল ৭৩ দশমিক ৩৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৪৭১ জন শিক্ষার্থী।

সারাবাংলা/এইচআই

এসএসসি ফলাফল সিলেট সিলেট বোর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর