Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শতভাগ জিপিএ-৫ পেয়ে আবারও দেশ সেরা নরসিংদীর নাসিমা কাদির মোল্লা স্কুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ১৮:২৪

নরসিংদীর নাসিমা কাদির মোল্লা স্কুলের শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীরা।

নরসিংদী: এসএসসিতে শতভাগ জিপিএ-৫ পেয়ে ধারাবাহিকভাবে দেশ সেরা ফলাফল অর্জন করেছে নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস। রাজধানীসহ দেশের নামি-দামি শিক্ষা প্রতিষ্ঠানকে পিছনে ফেলে এমন অভূতপূর্ব সাফল্যে খুশি বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকরা।

বৃহস্পতিবার (১০ জুলাই) ফলাফল ঘোষণার পর থেকে বিদ্যালয়ে আসতে শুরু করে ফলাফল অর্জনকারী শিক্ষার্থীরা। পাশাপাশি অভিভাবকদের হাসিমাখা মুখ উৎসব মুখরিত করেছে বিদ্যালয় প্রাঙ্গন।

বিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালে নাসিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস (এনকেএম) থেকে ৩২০জন শিক্ষার্থী অংশ নেওয়া সকল শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে। ফলে নরসিংদীর এই বিদ্যালয়টি জেলার গন্ডি পেরিয়ে সারাদেশের সেরা প্রতিষ্ঠানের সুনাম অর্জন করে। এতে উল্লাসিত বিদ্যালয়ের শিক্ষার্থী এবং অভিভাবকরা।

বিজ্ঞাপন

নাসিমা কাদির মোল্লা স্কুলে ফলাফল নিয়ে উচ্ছ্বাস।

এদিকে প্রতিষ্ঠার পর থেকেই ধারাবাহিক সাফল্য অর্জন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে ফাউন্ডেশনের চেয়ারম্যান জানিয়েছেন, নিয়মানুবর্তিতা এবং কঠোর পরিশ্রম করলে দেশের যেকোনো প্রতিষ্ঠান সফলতা অর্জন করতে সক্ষম। শিক্ষকরাও তাদের পরিশ্রমের ফল পেয়ে আবেগাপ্লুত।

এর আগে ২০২৩ সালে শতভাগ পাসসহ ৯৭.১২ শতাংশ জিপিএ ৫। সেবার বিদ্যালয়টির ২৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২৯৪ জন জিপিএ ৫ পেয়েছে। এ ছাড়া ২০২২, ২০১৭ এবং ২০১৫ সালে শতভাগ পাসসহ শতভাগ জিপিএ-৫ পেয়ে দেশ সেরা ফলাফল অর্জন করেছিল এই প্রতিষ্ঠানটি।

সারাবাংলা/এইচআই

এসএসসি ২০২৫ নরসিংদী নাসিমা কাদির মোল্লা স্কুল ফলাফল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর