ঢাকা: এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল)/ দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় গড় পাসের হার ৭৩ দশমিক ৬৩ শতাংশ। এ বোর্ডে সারাদেশে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৯৪৮ জন।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির এ ফলাফল ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৬১৯টি কেন্দ্রে ২ হাজার ৯০১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ লাখ ৩৮ হাজার ২০৪ জন শিক্ষার্থী ভোকেশনাল পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১ লাখ এক হাজার ৭৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় উত্তীর্ণ হয়।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ১০ এপ্রিল শুরু হয়ে ১৫ মে পর্যন্ত চলে।
এ বছর দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৯ লাখ ৪ হাজার ৮৬ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহণ করে।