Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএসসিতে ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ১৮:৩৪ | আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৮:৪১

ফলাফল পেয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের উচ্ছ্বাস।

ময়মনসিংহ: ২০২৫ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাশের হার ৫৮ দশমিক ২২। আর জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৬৭৮ জন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় ময়মনসিংহ শিক্ষা বোর্ড কার্যালয়ে এই ফলাফল ঘোষণা করেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বোর্ড সচিব প্রফেসর মো. সফিউদ্দিন সেখ ও পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সৈয়দ আখতারুজ্জামান।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চার জেলায় ১ হাজার ৩২৮টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৫৬টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়েছিল ১ লাখ ৫ হাজার ৫৫৮ জন। পাশ করেছে ৬১ হাজার ৪৫৬ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ৩ হাজার ১২৬ জন ছেলে ও ৩ হাজার ৫৫২ জন মেয়ে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

এসএসসি ২০২৫ ফলাফল ময়মনসিংহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর