বরিশাল: বরিশাল শিক্ষাবোর্ডে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ। যা গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে কম। বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা। তবে পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনের করে ফল ঘোষণা করেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী।
ঘোষিত ফলে দেখা গেছে, বরিশাল শিক্ষাবোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার মোট এক হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে পরীক্ষার্থী ছিল ৮৪ হাজার ৭০২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৮২ হাজার ৯৩১ জন। আর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৪৬ হাজার ৭৫৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪ জন।
বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৩ দশমিক ১৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে দুই হাজার ৯২০ জন। ছাত্র পাসের হার ৮০ দশমিক ৩৮ এবং ছাত্রী ৮৫ দশমিক ৬২ শতাংশ। মানবিক বিভাগে পাসের হার ৪৩ দশমিক ১৪ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫৯ জন। ছাত্র ৩১ দশমিক ৪৩ এবং ছাত্রী পাস করেছে ৫২ দশমিক ২৭ শতাংশ। ব্যবসায় শিক্ষায় পাসের হার ৫৪ দশমিক ৬১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন। এর মধ্যে ৪৬ দশমিক ৩১ ছাত্র এবং ৬৭ দশমিক ৯৪ শতাংশ ছাত্রী পাস করেছে।
গত বছর বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। গত বছরের চেয়ে এবার পাশের হারের সঙ্গে জিপিএ-৫ও কমেছে।
শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, `ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষার্থীরা খারাপ করার কারণে পাসের হার কমেছে। এর পেছনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো দায়ী। এসব শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখার মান বাড়ানোর তাগিদ খুব কম। আগামীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশুনার মান বাড়নোর জন্য নির্দেশনা দেওয়া হবে।’