Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ইনক্লুসিভ নির্বাচনের নামে আ. লীগকে স্পেস দিতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে’

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ১৯:০৫

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

ঢাকা: ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে পরাশক্তির খেলা শুরু হয়ে গেছে। ইনক্লুসিভ নির্বাচনের নামে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে, দিল্লির আধিপত্য প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হচ্ছে- যা এখন দৃশ্যমান।

বৃহস্পতিবার (১০ জুলাই) জাতীয় প্রেসক্লাবে বিএফইউজে ও ডিইউজে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘মানবিক বাংলাদেশ বিনির্মাণে নির্বাচন প্রক্রিয়ার দিকে যখনই এগিয়ে যেতে চাচ্ছি, তখনই একটি অপশক্তি পদে পদে বাধা দিচ্ছে। আবারও পিছিয়ে যাচ্ছি।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘১৭-১৮ বছর ধরে দেশে নির্যাতন, গুম, খুন, লুটপাট এবং ফ্যাসিবাদী শাসনের যে চর্চা চলেছে, তা এখনো পুরোপুরি বিদায় নেয়নি। শেখ হাসিনা পালালেও ফ্যাসিজম পালায়নি। দেশের প্রতিটি সেক্টরে তারা এখনো লুকিয়ে আছে। মানুষের ওপর সেই চাপ রয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে জনগণের ভোটে নির্বাচিত সরকার দরকার। দেশ থেকে অর্থপাচার, দুর্নীতি এবং লুটপাট পুরোপুরি বন্ধ হয়নি। নামমাত্র ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটলেও জনগণের ওপর ফ্যাসিজমের ছায়া এখনও রয়ে গেছে। রিফাইন্ড আওয়ামী লীগের নামে এখনও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে বিভেদ, প্রতিহিংসা ও অস্থিরতা পরিহার করে জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানান জামায়াত নেতা। তিনি বলেন, ‘প্রতিহিংসা রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে যায় না। আমাদের চেতনা অটুট রাখতে হবে, ঐক্য ধরে রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘জুলাই মাসের ঘটনাগুলো আমাদের মাঝে মাঝে স্মরণ করা উচিত। জুলাইয়ের আকাঙ্ক্ষা ধুলোয় মিশিয়ে দিতে ষড়যন্ত্র চলছে। জাতীয় ঐক্যের ইস্যুতে সবাইকে এক থাকতে হবে।’

সারাবাংলা/এফএন/পিটিএম

আওয়ামী লীগ ইনক্লুসিভ নির্বাচন জামায়াতে ইসলামী টপ নিউজ মিয়া গোলাম পরওয়ার স্পেস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর