গাইবান্ধা: এসএসসিতে ফেল করায় গাইবান্ধার পলাশবাড়িতে লাবণ্য আক্তার নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) পরীক্ষার ফল প্রকাশের পর বিকেলে পৌরশহরের নূরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
লাবণ্য আক্তার নূরপুর মহল্লার আশরাফুল ইসলামের মেয়ে। সে পলাশবাড়ি পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ছাত্রী হিসেবে পরীক্ষায় অংশগ্রহণ করে ফল প্রত্যাশী ছিল।
স্থানীয়রা জানান, লাবণ্য আক্তার এসএসসি ফলাফলে এক বিষয়ে ফেল করার বিষয়টি নিশ্চিত হয়ে মানসিকভাবে ভেঙ্গে পড়ে। পরে সবার অজান্তে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্টু বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।