Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার দেশের বাইরের এসএসসি শিক্ষার্থীদের পাসের হার বেশি

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ১৯:৩১ | আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৯:৩৪

ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় শিক্ষাবোর্ডগুলো এ ফল প্রকাশ করে। ফলাফলে এবার পরীক্ষায় গড় পাসের হার হয়েছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ। আগের বছর অর্থাৎ ২০২৪ সালের তুলনায় প্রায় ১৫ শতাংশ কম। গতবছর এই হার ছিল ৮৩ দশমিক ৪ শতাংশ।

এদিকে, এবার বিদেশে অবস্থানরত শিক্ষার্থীরা ভালো করেছেন। এ বছর বিদেশ থেকে মোট ৪২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। যার মধ্যে ৩৭৩ জন উত্তীর্ণ হয়েছেন। ফেল করেছেন ৫৪ জন। সেই হিসেবে বিদেশে গড় পাসের হার দাঁড়িয়েছে ৮৭ শতাংশ ৩৫ শতাংশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে একযোগে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড ফলাফল প্রকাশ করে। এবার ফল ঘোষণার জন্য কোনো আলাদা আয়োজন ছিল না। তবে ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে একটি মতবিনিময় সভা হয়।

বিজ্ঞাপন

সভায় ঢাকা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির বলেন, ‘এবার ফলাফলে বেশ কিছু পার্থক্য দেখা গেছে। বিভিন্ন বাস্তবতা এবং সামাজিক প্রভাব হয়তো এই চিত্রকে প্রভাবিত করেছে। তবে বিদেশি কেন্দ্রগুলোর ফলাফলে যে সাফল্য এসেছে, তা অবশ্যই উৎসাহজনক।’

সারাবাংলা/এনএল/এনজে

এসএসসি শিক্ষার্থী দেশের বাইরে পাসের হার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর