Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে বিদ্যুৎস্পৃষ্টে ট্রাক্টরচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ১৯:৪৫

প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলায় ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ শাহাবুদ্দিন (৩০) নামের এক চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উপজেলার রাজাপালং ইউনিয়নের দক্ষিণ পুকুরিয়া জামতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শাহাবুদ্দিন একই এলাকার নুরুল বশরের ছেলে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, শাহাবুদ্দিন দুপুরে নিজের জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করছিলেন। এমন সময় জমির পাশে থাকা বিদ্যুতের খুঁটি থেকে একটি তার ছিঁড়ে ট্রাক্টরের ওপর পড়ে। এতে শাহাবুদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্থানীয়রা এবং স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে ওসি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

কক্সবাজার ট্রাক্টরচালক নিহত বিদ্যুৎস্পৃষ্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর