Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুলি করে-কুপিয়ে যুবক খুন, হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলছে না কেউ

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ১৯:৫০

মোহাম্মদ রাসেল। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এক যুবককে গুলি করে ও এলোপাতাড়ি নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে লাশ ফসলের ক্ষেতে ফেলে গেছে দুর্বৃত্তরা। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, সেটা নিয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী ও এলাকার লোকজন কেউ মুখ খুলছে না বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের মোবারক আলী টিলা এলাকায় তিন রাস্তার মাথায় বিল থেকে তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত মোহাম্মদ রাসেল (৩০) মোবারক আলী টিলা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম সারাবাংলাকে বলেন, ‘গুলি করে, আবার একইসঙ্গে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়েছে। দুই পা, বুকের দুই পাশ, দুই হাতসহ শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন আছে। দুই হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। এক হাতের কবজি পাওয়া গেছে, আরেকটি পাওয়া যায়নি। বুকে গুলির চিহ্ন পাওয়া গেছে। লাশ দেখে নিশ্চিত হয়েছি, একাধিক লোক মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।’

বিজ্ঞাপন

হত্যাকাণ্ডের কারণ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘যে স্থানে হত্যাকাণ্ড ঘটেছে, সেখানে কয়েকটা দোকান আছে। দোকানের সামনে প্রকাশ্যে খুন করে এরপর লাশ পাশে ধানের ক্ষেতে ফেলে দেওয়া হয়। সেখানে যারা ছিলেন তারা ঘটনা দেখেছেন। কিন্তু কেউই মুখ খুলছেন না। যারা প্রত্যক্ষর্শী আছেন, তারা নানাভাবে এড়িয়ে যাচ্ছেন। এ জন্য বিস্তারিত তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে পরকীয়াসংক্রান্ত একটা বিরোধের বিষয় শুনেছি। এটা আমরা নিশ্চিত না।’

রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কি না? জানতে চাইলে ওসি সেলিম বলেন, ‘যতটুকু জানতে পেরেছি, নিহত রাসেল কোনো ধরনের রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। তিনি বিদেশে থাকতেন। বছরখানেক আগে দেশে ফিরে আসেন। এরপর তেমন কিছু করতেন না।’

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

সারাবাংলা/আরডি/পিটিএম

খুন গুলি টপ নিউজ যুবক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর