Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সব বিবেচনায় প্রতীকের তালিকায় শাপলা রাখা হয়নি: ইসি সানাউল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ২০:০০

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। ছবি: সংগৃহীত

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিলে প্রতীকের তালিকায় ‘শাপলা’ প্রতীক না রাখার কারণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১০ জুলাই) অষ্টম কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ নিয়ে ব্যাখ্যা দেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, ‘শাপলা প্রতীক চেয়ে দুটি রাজনৈতিক দল আবেদন করেছে। নাগরিক ঐক্য ১৭ এপ্রিল, এনসিপি ২২ জুন চেয়েছে। সব বিবেচনায় প্রতীকের তালিতায় শাপলা রাখা হয়নি। আমরা শাপলাকে বাদ দিইনি।’

নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে ১১৫টি প্রতীক সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এরমধ্যে ৫১টি প্রতীক ৫১টি নিবন্ধিত দলের জন্য। বাকিগুলো নতুন নিবন্ধন পেলে এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য থাকবে।

বিজ্ঞাপন

এর আগে, বুধবার (৮ জুলাই) দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ নির্বাচন বিধিমালায় তফসিলভুক্ত না করার সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শাপলা জাতীয় প্রতীক হওয়ায় নির্বাচনের প্রতীক হিসেবে এটি বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তটি বাস্তবায়ন হলে প্রতীকটি কেউ পাওয়ার সুযোগ থাকবে না।’

সারাবাংলা/এনএল/এইচআই

ইসি সানাউল্লাহ ত্রয়োদশ নির্বাচন শাপলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর