ঢাকা: বিগত নির্বাচন কমিশন (ইসি) কাজী হাবিবুল আউয়াল কমিশনের সময় বাদ দেওয়া পুরো আসনের ভোটগ্রহণ বাতিলের ক্ষমতা আবারও ফিরে পেতে যাচ্ছে। এই ক্ষমতা বলে ইসি যেকোনো অনিয়ম বা বিশৃঙ্খলার কারণে একটি পুরো নির্বাচনী আসনের ভোট বাতিল করতে পারবে।
বৃহস্পতিবার (১০ জুলাই) অষ্টম কমিশন সভা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এমন সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, ‘ভোটে কোনো কারচুপি হলে কেন্দ্র’র ভোট বাতিলের সক্ষমতা ছিল আমাদের। যেটা ছিল না সেটা হচ্ছে পুরা নির্বাচনি আসনের ভোট বন্ধ করার ক্ষমতা, যেটা একসময় সরিয়ে নেওয়া হয়েছিল।’
ইসির পক্ষ থেকে পুরো সংসদীয় আসনের ভোট বাতিলের প্রস্তাব সরকারের কাছে পাঠানো হয়েছে বলে জানান সানাউল্লাহ। তিনি আশা প্রকাশ করেছেন, সরকার ইসিকে এ বিষয়ে আগের ক্ষমতা ফিরিয়ে দেবেন।
হলফনামায় মিথ্যা তথ্যের বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন, ‘এক্ষেত্রে কিছু সংশোধন আছে। এখানে দৈত নাগরিককে ঘোষণা দিতে হবে সার্টিফিকেট দিতে হবে ইত্যাদি।
তিনি আরও বলেন, ‘ফৌজদারি মামলার ব্যাপারে আমরা যেমনটা বলেছি প্রার্থীর সারাজীবনে ফৌজদারি মামলার হিস্ট্রি দিতে হবে। নিকট আত্মীয় বলতে আরপিওতে যে ব্যাখ্যা দেওয়া আছে, ডেফিনেশন দেওয়া আছে, সেই নিকট আত্মীয়দের, ডিপেন্ডেন্ট ভাই-বোন ইত্যাদি, সবার সম্পদের বিবরণ জমা দিতে হবে। এটা পুরাটাই আমরা মোটামুটি সংস্কার কমিশনের যে প্রস্তাবনা ছিল সেটাকে ধারণ করে তৈরি করেছি।