Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রবাসী ভোট ও পর্যবেক্ষক সমন্বয় কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট
১০ জুলাই ২০২৫ ২০:২২

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসীদের ভোটগ্রহণ ও দেশি-বিদেশি পর্যবেক্ষক সংক্রান্ত কার্যক্রম সমন্বয়ে কমিটি গঠন করেছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহ আলম সই করা এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

চিঠিতে বলা হয়েছে, Out of Country Voting (OCV) এবং দেশি-বিদেশি পর্যবেক্ষক সম্পর্কিত কার্যাবলি সমন্বয়ের কমিটি গঠন করা হলো।

এ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

কমিটির অন্য সদস্যরা হলেন— ইসির সিনিয়র সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব (নির্বাচন ব্যবস্থাপনা-২), উপসচিব (নির্বাচন সহায়তা ও সরবরাহ), পরিচালক (জনসংযোগ), সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন সিস্টেম ম্যানেজার (আইসিটি)।

বিজ্ঞাপন

এ কমিটি প্রয়োজনে যেকোনো কর্মকর্তাকে কো-অপ্ট করতে পারবে।

কমিটির কার্যপরিধি:

ক) প্রবাসী বাংলাদেশি ভোটারদের ভোটাধিকার প্রদানের পদ্ধতি প্রণয়ন;

খ) প্রবাসীদের ভোট প্রদান সংক্রান্ত যাবতীয় বিষয় সমন্বয়;

গ) প্রবাসী ভোটারদের ভোটাধিকারের বিষয়ে বাংলাদেশের দূতাবাস ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়/সংস্থাসমূহের সাথে সমন্বয়;

ঘ) পর্যবেক্ষক নীতিমালা অনুসারে দেশি এবং বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম তদারকি ও সমন্বয়।

সারাবাংলা/এনএল/এইচআই

ইসি নির্বাচন কমিশন প্রবাসী ভোট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর